News update
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     
  • BNP to go door to door for hearts and votes     |     
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     
  • Rising Heat Cost Bangladesh $1.8 Billion in 2024     |     
  • Stocks extend gains; turnover drops in Dhaka, rises in Ctg     |     

ফারুকের উপর হামলায় মুসলিম লীগের নিন্দা

রাজনীতি 2025-01-05, 9:39pm

acting-president-of-muslim-league-adv-mohsin-rashid-with-faruk-of-gonoparishad-at-a-hospital-on-sunday-5-jan-2024-bsmmu-87d5704afff12fb6622979344297ddfe1736091545.jpg

Acting President of Muslim League Adv Mohsin Rashid with Faruk of Gonoparishad at a hospital on Sunday 5 Jan 2024 BSMMU



গণ-অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র ফারুক হাসানের উপর হামলায় উদ্বেগ ও গভীর নিন্দা জানিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যড. মো. মহসীন রশিদ ও মহাসচিব কাজী আবুল খায়ের।

আজ (৫ই জানুয়ারি ২০২৪) দুপুরে বিএসএমএমইউ তে আহত তরুণ উদীয়মান রাজনৈতিক নেতা জনাব ফারুক হাসানের শারীরিক অবস্থার খোজ নিতে দলীয় ভারপ্রাপ্ত সভাপতি এ্যড. মো. মহসীন রশিদের নেতৃত্বে বাংলাদেশ মুসলিম লীগের একটি প্রতিনিধি দল উপস্থিত হয়।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জনাব মো. মহসীন রশিদ বলেন, জনাব ফারুক হাসানের উপর হামলা গণতন্ত্রের জন্য এক অশনি সংকেত। যারা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চায়, এটা তাদেরই কাজ। জনগণের বাক-স্বাধীনতা কেড়ে নিয়ে পতিত ফ্যাসিস্ট হাসিনা গণতন্ত্রের কবর রচনা করেছিল, এই হামলার ভেতরও বাকশালের ছায়া দেখা যাচ্ছে।

অনতি বিলম্বে এ ঘটনায় জড়িতদের আটক ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের অবস্থান পরিষ্কার করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। নেতৃবৃন্দ জনাব ফারুকের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার আশু আরোগ্য কামনা করে দোয়া করেন। - প্রেস বিজ্ঞপ্তি