News update
  • Dhaka Seeks Mutual Respect in Ties with India: Touhid     |     
  • HC Scraps Appointments of 6,531 Primary Teachers     |     
  • US executive orders continue     |     
  • Fakhrul, Zaima, Khosru Meet Destro, Beasley in Washington     |     
  • US Shifts Stance as Trump’s Gaza Plan Sparks Global Outrage     |     

সংস্কারের নামে ষড়যন্ত্র হচ্ছে কিনা দেখতে হবে: তারেক রহমান

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-02-06, 6:22am

f97cc22ebd3260c869d7144ea434bc8364a99f2d2ce461d5-193c5a418b693c64afcce79d48e191151738801329.jpg




বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা যাই করি খেয়াল করছি কিছু কিছু মানুষ সংস্কারের কথা বলে সব রকমের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। আমাদের দেখতে হবে- এটা কোনো ষড়যন্ত্র কিনা। এ প্রশ্ন জনগণের? আমাদের জনগণের প্রত্যাশার গণতান্ত্রিক শাসন ব‍্যবস্থা দ্রুত নিশ্চিত করতে হবে। জনগণের শাসন নিশ্চিত করতে হলে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সোনাগাজী ছাবের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। এ সময় ফেনী নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার চব্বিশের গণআন্দোলনে শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা ও বাড়ি উপহার দেয়া হয়।

তিনি বলেন, ‘যারা এ আন্দোলনে নিহত হয়েছেন তাদের পরিবার যেন সঠিক বিচার পায়। দল-মত নির্বিশেষে স্বৈরাচারকে হঠাতে নিজের জীবন বাজি রেখে জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। বিচারের মাধ্যমে আইনের শাসন নিশ্চিত করতে হবে। সামাজিক অধিকার নিশ্চিত করতে হবে। নিহত ও আহতদের ত্যাগের মর্যাদা দিতে হবে। আমাদের ঐক্যবদ্ধ থেকে দেশ গঠন করতে হবে।’

বর্তমান সরকারের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘যে হারে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ছে, দ্রব‍্যমূল্য লাগামহীনভাবে বাড়ছে, দেশ তত পিছিয়ে পড়ছে। যত দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারবো, তত দ্রুত বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যেতে পারবো আমরা।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগেও এ দেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে, পঙ্গু করেছে। তাদের বিচার করতে হবে।’

বক্তব্যের শেষ দিকে নেতাকর্মীদের সর্তক করে তিনি বলেন, ‘আমাদের ভেতরে কিছু অনুচর ঢুকেছে। তারা বিশৃঙ্খলা করতে পারে। সবাইকে সজাগ থাকতে হবে।’

‘আমরা বিএনপি পরিবার’ এর কেন্দ্রীয় আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে ও ফেনী বিএনপি নেতা মেজবাহ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু, নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ জনি, নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এনি, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক, জয়নাল আবদিন ভিপি।

এ সময় আরও বক্তব্য রাখেন: চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামিম, হারুনর রশীদ হারুন, নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশীদ মামুন, নির্বাহী কমিটির সদস্য আবু তালেব খোকা, নির্বাহী কমিটির সদস্য শাহানা আক্তার শানু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহানা আক্তার রানু, বেলাল আহাম্মদ বেলাল, অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, সোনাগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভুঞা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু প্রমুখ।

সমাবেশের আগে সোনাগাজী উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক র‍্যাবের ক্রসফায়ারে নিহত শহীদ মাসুদের পারিবারকে একটি সেমি পাকা মাসুদ ভিলা নামে একটি বাড়ি হস্তান্তর করা হয়। সময়