News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

বাজারে মাইকিং করে যুবদল নেতার চাঁদাবাজি, ভিডিও ভাইরালের পর বহিষ্কার

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-02-23, 10:58am

retewr3q-2ed21f4228313071ec6740357b12a45c1740286699.jpg




মাথায় লাল কাপড় আর হাতে রামদাধারী অর্ধশতাধিক লোক নিয়ে গাজীপুরের এমসি বাজার এলাকায় মহড়া দিয়ে চাঁদা দাবি করেছেন উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম। ওই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে তাকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় হ্যান্ড মাইকে প্রকাশ্যে চাঁদাবাজির ঘোষণা দেন উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম। তিনি উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নূরু বেপারীর ছেলে। জাহাঙ্গীর আলম শ্রীপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও তেলিহাটি ইউনিয়ন ছাত্রদল সাবেক সদস্য সচিব।

বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, হঠাৎ করে জাহাঙ্গীর অর্ধশতাধিক লোকজন নিয়ে হাজির হন। সকলের মাথায় লাল কাপড় ও মুখ গামছা দিয়ে ঢাকা ছিল। এসময় তারা বাজার থেকে প্রকাশ্যে চাঁদা নেয়ার বক্তব্য দেয়। এর কিছুক্ষণ পর লম্বা রাম দা’র ভয় দেখিয়ে টাকা পয়সা ছিনিয়ে নেয় তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বলতে শোনা যায়, ‘জাহাঙ্গীর ভাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন।’

ভাইরাল ভিডিওতে জাহাঙ্গীরকে বলতে শোনা যায়, আজকের পর থেকে আমি জাহাঙ্গীর যতদিন পর্যন্ত বেঁচে থাকি, ততদিন পর্যন্ত আমার নিয়ন্ত্রণে চলবে এমসি বাজার। আপনাদের দয়া করে বলছি, এখন-এই মুহূর্তে আমার লোকজন খাজনা উঠানো শুরু করবে। কেউ বাধা দিলে ভয়াবহ পরিণতি হবে। কেউ বাজার ইজারা নিলো কি না সেটা আমার জানার বিষয় না। এখনই আমার লোকজন টাকা উঠানো শুরু করবে।

নাম প্রকাশে অনিচ্ছু এক দোকানি বলেন, রাম দা’র ভয়ে অনেকেই দোকান ফেলে পালিয়ে যায়। ভয়ে অনেকেই টাকা-পয়সা দিয়ে জীবন রক্ষা করে।

গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা বলেন, ‘এই ধরনের বক্তব্য দল কোনোভাবেই সমর্থন করে না। এরইমধ্যে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি তাকে বহিষ্কার করেছে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘এমসি বাজার এলাকায় কিছু দুস্কৃতিকারী প্রকাশ্যে চাঁদাবাজি করছে। দোকানদারদের ভয়ভীতি-হুমকি দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি অবগত হয়েছে। পুলিশের কয়েকটি টিম তাদের গ্রেফতারে কাজ করছে।’ সময়