News update
  • Rooppur Nuke Plant to start trial operations in Dec: Salehuddin     |     
  • UN Decries Gaza Strikes on Palestinians Collecting Firewood     |     
  • Empower UN Women: Strengthen Global Gender Leadership     |     
  • 52,500 Tonnes of Russian Wheat Reach Kutubdia Anchorage     |     
  • Toxic Waste Chokes Dhaka’s Four Major Rivers     |     

ফেসবুকে ঘুরছে মনোনয়ন তালিকা, কী বলছে বিএনপি

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-09-30, 6:01pm

12c36e158dde87c50a4a99c9a2302f879fc3a7303dcb2a48-4966354a6178bc08122e411763a6a7401759233676.jpg




নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির প্রার্থী মনোনয়নের একটি তালিকা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়াকে ‘সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীসহ সর্বসাধারণের জ্ঞাতার্থে এই সতর্কতা জারি করেন।

বিবৃতিতে রিজভী জানান, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল ফেসবুকে জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন আসনে বিএনপির প্রার্থী মনোনয়নের একটি তালিকা পোস্ট করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিএনপির মনোনয়ন তালিকা।

তিনি পরিষ্কারভাবে বলেন, ফেসবুকে পোস্ট করা তালিকাটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।

বিএনপির এই নেতা দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, এই ভুয়া তালিকাটি বিএনপির দফতর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হওয়া এই তালিকা নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীসহ সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করেন।