News update
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     
  • BSF halts overnight road building near border as BGB intervenes     |     
  • U.S. Pullout From Global Bodies Sparks Widespread Alarm     |     

মঞ্চস্থ হলো পথনাটক 'পরশ পাথর

শিল্প-কারুশিল্প 2025-02-04, 10:46pm

street-drama-parash-pathar-staged-f299284a1c594caf39dfbb8c55ff325b1738687577.jpg

Street drama Parash Pathar staged



বাংলাদেশ গ্রুপ থিয়েটার ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে সংস্কৃতি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় ৭ দিনব্যাপী পথ নাট্যেৎসব  আয়োজন করা হয়।উৎসবের তৃতীয় দিন মঙ্গলবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে চারটি পথনাটক মঞ্চায়ন করা হয় । ঝিনাইদহের বনলতা নাট্য সংসদের 'পরশ পাথর' নাটকটি মঞ্চায়ন হয়। 

নাটকটি রচনা ও নির্দেশনা ফরহাদ হোসেন জনি। নাটকটি বিভিন্ন চরিত্রে অভিনয় করেন রোহান, আরিফা জাহান সুইটি, তানভীর আহমেদ, পীযুশ, মো:অপু, সাঈদ ইসলাম আদর, সাইফুল ইসলাম শান্ত, হাফিজুর রহমান পলাশসহ আরো অনেকে। 

পথ নাটকটি নিয়ে বনলতা নাট্য সংসদের দলীয় প্রধান  পথিক শহিদুল বলেন, এই নাটক শুধু একটি পরিবারের গল্প নয়, এটি আমাদের সমাজের আয়না। আমরা তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে যতটা কথা বলি, ততটাই কি তাদের জায়গা দিতে পেরেছি,এই নাটক সেই প্রশ্ন তোলে।

একজন মা তার সন্তানকে আঁকড়ে ধরেছে, তাকে মানুষের মতো মানুষ করতে চায়। কিন্তু সমাজ? তারা কি এই শিশুকে মানুষ হিসেবে দেখতে রাজি?

এই নাটক শুধু তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের দুর্দশা নিয়ে নয়, এটি একটি সংগ্রামের গল্প—একজন মায়ের লড়াই, তার সন্তানের লড়াই, এবং আমাদের সমাজের প্রতি এক নির্মম প্রশ্ন।

আমি চাই, আপনারা শুধু সংবাদ করবেন না, ভাববেন। সমাজ বদলানোর জন্য আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। যদি এই নাটক একজন মানুষের চিন্তাধারা পরিবর্তন করতে পারে, তবে সেটাই হবে আমাদের সবচেয়ে বড় জয়!” – প্রেস বিজ্ঞপ্তি