News update
  • Raise alarm over successive floods and drought in Teesta Basin: IFC     |     
  • UNOPS, Takeda partner to tackle Bangladesh's medical waste crisis     |     
  • Philippine Quake Kills Up to 60 as Rescue Efforts Continue     |     
  • Rohingya Crisis in Myanmar Seen as ‘Test for Humanity’     |     
  • Prof Yunus leaves New York for Dhaka     |     

সকালে জিরার সঙ্গে মেথি ভেজানো পানি কতটা উপকারী?

গ্রীণওয়াচ ডেস্ক স্বাস্থ্য 2025-08-29, 8:00am

317512ba5c01e0642156ca0ce58f8bbabf16ff3be250e485-da0feb253c286de6800dad04565e57ae1756432801.jpg




সকালে খালি পেটে জিরা আর মেথি ভিজানো পানি খাওয়ার অভ্যাস অনেকেই রাখেন। এতে কিছু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপকারিতা আছে। তবে কারও কারও জন্য এটি অস্বস্তি বা সমস্যা করতে পারে।

দেখে নিন জিরার সঙ্গে মেথি পানি কতটা উপকারী-

১. হজমের জন্য ভালো: মেথি ও জিরা দুটোতেই ফাইবার ও অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যা গ্যাস্ট্রিক কমাতে ও হজমে সাহায্য করে।

২. ব্লাড সুগার নিয়ন্ত্রণে সহায়ক: মেথি দানায় থাকা গ্যালাক্টোম্যানান এবং জিরায় থাকা কিছু উপাদান ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়, ফলে ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে।

৩. ওজন নিয়ন্ত্রণে সহায়তা: এতে ক্যালোরি কম থাকে এবং ফাইবার বেশি থাকায় পেট ভরা ভরা লাগে, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে।

৪. কোলেস্টেরল ও হার্টের জন্য ভালো: মেথি বীজে সাপোনিনস থাকে, যা খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করতে পারে।

৫. ত্বক ও চুলের উপকারে: জিরা ও মেথি দুটিই অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ, যা শরীর থেকে টক্সিন বের করে ত্বক ও চুল ভালো রাখতে সাহায্য করে।

দেখে নিন সতর্কতা-

১. খালি পেটে বেশি খেলে গ্যাস, পেট ব্যথা বা ডায়রিয়া হতে পারে।

২. লো ব্লাড সুগার রোগী বা যারা ডায়াবেটিসের ওষুধ খান, তাদের ক্ষেত্রে অতিরিক্ত খেলে ব্লাড সুগার অতিরিক্ত নেমে যেতে পারে।

৩. গর্ভবতী মায়েদের মেথি বেশি খাওয়া ঠিক নয়, কারণ এটি জরায়ুর সংকোচন ঘটাতে পারে।

কীভাবে খাবেন?

১. এক চা চামচ মেথি ও এক চা চামচ জিরা রাতে ভিজিয়ে রাখুন এক গ্লাস পানিতে।

২. সকালে ছেঁকে খালি পেটে খেতে পারেন।

৩. সপ্তাহে ৩–৪ দিন খেলেই যথেষ্ট, প্রতিদিন খাওয়ার দরকার নেই।