News update
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     
  • BSF halts overnight road building near border as BGB intervenes     |     
  • U.S. Pullout From Global Bodies Sparks Widespread Alarm     |     

বাজেটে স্থানীয় চাহিদাভিত্তিক প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হবে : অর্থ উপদেষ্টা

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2025-03-19, 10:13pm

arth_updessttaa-2a67fa461fd5ad6e67db77b96f0050181742400781.jpg




অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য পরবর্তী জাতীয় বাজেট যুক্তিসঙ্গত হবে। তবে পরবর্তী বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বাস্তবসম্মত ও স্থানীয় চাহিদাভিত্তিক প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

বুধবার (১৯ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকদের সঙ্গে আগামী অর্থবছরের প্রাকবাজেট সভায় অর্থ উপদেষ্টা এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘পরবর্তী অর্থবছরের এডিপিতে বাস্তবসম্মত ও স্থানীয় চাহিদাভিত্তিক প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। তাই, পরবর্তী বাজেট কমবেশি যুক্তিসঙ্গত হবে।’

অর্থ উপদেষ্টা আরও বলেন, নতুন এডিপিতে অতীতের মতো বিলিয়ন ডলারের কোনও ‘স্মৃতিস্তম্ভ’ ধরনের প্রকল্প গ্রহণ করা হবে না। কারণ এই ধরনের প্রকল্পগুলো জাতির জন্য কোনও ভালো ফলাফল আনতে ব্যর্থ হয়েছে।

গণমাধ্যমের বিভিন্ন পরামর্শের জবাবে ড. সালেহউদ্দিন বলেন, সরকার শিল্প খাতকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়ার চেষ্টা করবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির ওপর জোর দেবে। পরবর্তী বাজেট সম্পূর্ণরূপে পুরোনো ধারার অনুসারী বা স্বাভাবিক কাঠামোর বাইরে হবে না। ‘আমরা সম্পদের ঘাটতি, ঋণ পরিশোধের দায় ও ঋণ ব্যবস্থাপনা বিবেচনা করে বাজেট প্রণয়ন করছি।’

ড. সালেহউদ্দিন আরও উল্লেখ করেন যে, যেকোনো রাজনৈতিক সরকার আসুক না কেন, পরবর্তী বাজেট বাতিল করা তাদের পক্ষে সম্ভব হবে না। কারণ এটি এভাবেই প্রণয়ন করা হচ্ছে। তার বাজেট বক্তৃতা খুব বেশি দীর্ঘ হবে না। কারণ এটি ৬০ পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ থাকার সম্ভাবনা রয়েছে।

অর্থ উপদেষ্টা বলেন, স্বল্প সময়ের মধ্যে সরকার বাজেট বাস্তবায়নের পাশাপাশি অর্থনৈতিক সংস্কার অব্যাহত রাখার চেষ্টা করবে। তারা মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি সংস্কারের চেয়ে স্বল্পমেয়াদি সংস্কারের ওপর বেশি মনোযোগ দেবেন। তবে এতে কোনও কিছু ঝুলে থাকবে না। আমাদের সীমাহীন সম্পদ নেই, তাই আমরা সামাজিক সুরক্ষা জাল, স্বাস্থ্য ও শিক্ষা খাতের ওপর বেশি মনোযোগ দেব।’

স্বল্পোন্নত দেশের পর্যায় থেকে উত্তরণের বিষয়টি উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, ‘আমরা উত্তরণ এড়াতে পারবো না, তাই আমাদের বিচক্ষণ হতে হবে। প্রায় পাঁচ থেকে ছয়টি দেশও এই বিষয়ে বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। প্রয়োজনীয় প্রস্তুতি নিলে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে এবং এর ফলে বিশ্বজুড়ে দেশের গৌরব বৃদ্ধি পাবে।

ড. সালেহউদ্দিন বলেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীর নেতৃত্বে একটি টাস্কফোর্স এই বিষয়ে কাজ করছে। দেশকে স্বল্পোন্নত অর্থনীতি থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি, দক্ষতা ও প্রতিযোগিতামূলক দক্ষতা বৃদ্ধি করতে হবে।

নগদহীন সমাজ ও প্রত্যক্ষ উপস্থিতিবিহীন কর ব্যবস্থা গড়ে তোলার ওপর আরও জোর দিয়ে অর্থ উপদেষ্টা বলেন, এই ধরনের কর ব্যবস্থার ফলে বিশ্বের বিভিন্ন দেশের করদাতাদের মতোই কর কর্মকর্তাদের কাছে যেতে হবে না।

ড. সালেহউদ্দিন বলেন, তৈরি পোশাক শিল্পে দেশ যতই এগিয়ে যাক ও রপ্তানি বৈচিত্র্য নিশ্চিত করুক না কেন, তথ্যপ্রযুক্তি ও প্রযুক্তি, সেমিকন্ডাক্টর শিল্প এবং এআই-এর ওপর জোর না দিলে দেশ সমৃদ্ধ হবে না।

সভায় উপস্থিত জ্যেষ্ঠ সাংবাদিকরা মূল্যস্ফীতির প্রবণতা ও ক্রয়ক্ষমতা হ্রাসের কথা বিবেচনা করে সরকারকে ব্যক্তিগত করদাতাদের জন্য আয়করের সর্বোচ্চ সীমা বৃদ্ধি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ফ্রিল্যান্সিং, দক্ষ মানবসম্পদ তৈরি, আরও কর্মসংস্থান সৃষ্টি, আরও বিনিয়োগ আকর্ষণ, কর জাল ও ভ্যাট জাল আরও সম্প্রসারণ, কর কাঠামো আরও সরলীকরণ, স্বল্পোন্নত দেশের পর্যায় থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, সামাজিক সুরক্ষা জালের আওতা ও ভাতা বৃদ্ধি, টিসিবির আওতা বৃদ্ধি, কৃষি খাতে ভর্তুকি হ্রাস না করা, কর অব্যাহতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসা এবং বিশেষ করে সরকারি হাসপাতালে চিকিৎসা সুবিধা কঠোরভাবে পর্যবেক্ষণ করার পরামর্শ দেন।

সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, সিনিয়র সাংবাদিক এবং অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। তথ্য সূত্র আরটিভি।