News update
  • Electric bus to ply on Dhaka City streets: Asif Mahmud     |     
  • Surplus sacrificial animals in Sylhet ahead of Eid-ul-Azha     |     
  • 5 of a family burnt in Aftabnagar gas cylinder blast     |     
  • Mass fish deaths in the Meghna spark alarm among fisherfolk     |     
  • National leaders demand raising Bangladesh's water problem at the UN     |     

এবার দৈনিক ভাতা না পাওয়ায় বিরক্ত তাসকিন-বিজয়রা

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-01-25, 12:56pm

terterte-51d6f200be0424bb5139e5d5227ee0f11737788168.jpg




চলমান বিপিএলে বিতর্কিত একটি দলের নাম হলো দুর্বার রাজশাহী। ক্রিকেটারদের পেমেন্ট না দেওয়ায় কয়েকদিন আগেই খবরের শিরোনামে ছিল ফ্র্যাঞ্চাইজিটি। এবার সামনে এসেছে আরও একটি বিষয়। ক্রিকেটারদের নিয়মিত দৈনিক ভাতা দিতে পারছে না রাজশাহীর ম্যানেজমেন্ট। যা নিয়ে বিরক্ত ক্রিকেটাররা।

চট্টগ্রাম পর্ব শেষ করে ঢাকা এসে পৌঁছেছেন রাজশাহীর ক্রিকেটাররা। কিন্তু দৈনিক ভাতা পাননি ক্রিকেটাররা। যা নিয়ে গতকাল (শুক্রবার) রাতে বিরক্তি প্রকাশ করেছেন তাসকিন-আকবররা। দলের বিশ্বস্ত একটি সূত্র আরটিভিকে এই তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, শুধু ভাতা নয় খেলোয়াড়দের পেমেন্ট এখনও পুরোপুরি দিতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। যা নিয়ে কয়েক দিন আগেই শিরোনামে ছিল রাজশাহী।

দলের ভিতরে নানা সমস্যা থাকলে মাঠের পারফরম্যান্সে কোনো ঘাটতি রাখেনি রাজশাহীর ক্রিকেটাররা। ১০ ম্যাচ খেলে ৪টি জয় তুলে নিয়েছে তারা। এতে প্লে-অফের লড়াইয়ে টিকে রয়েছে দলটি। ৬ ম্যাচ হারলেও প্রতিটি ম্যাচে লড়াই করেছেন তাসকিন-বিজয়রা।

আট পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে রাজশাহী। গ্রুপ পর্বে এখনও চার ম্যাচ বাকি রয়েছে দলটির। ৪ ম্যাচে নিজেদের সেরাটা দিতে পারলে প্লে-অফ খেলার সুযোগ পেতেও পারে তারা। তবে পেমেন্ট ও নিয়মিত দৈনিক ভাতা না পাওয়ায় বারবার হতাশ হচ্ছেন ক্রিকেটাররা।

দুই দিন বিরতির পর আগামীকাল থেকে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল। দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী। আগের ম্যাচেই টেবিল টপারদের হারিয়েছিলেন বিজয়-তাসকিনরা। আরটিভি