News update
  • Prosecution Seeks Highest Penalty for Sheikh Hasina     |     
  • Over Half a Million Students Fail HSC, Equivalent Exams     |     
  • BGMEA says Mirpur fire was not in formal apparel sector units     |     
  • Fire at Shialbari Mirpur, Dhaka chemical godown under control      |     
  • Khaleda admitted to Evercare for health check-ups     |     

কলাপাড়ায় মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহত

দূর্ঘটনা 2022-09-11, 10:40pm

Man hit by motorcycle dies in Kalapara



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় মোটর সাইকেলের ধাক্কায় মো. সেকান্দার হাওলাদার (৭৫) নামে এক পথচারী নিহত হয়েছে। রবিবার সকাল ৭ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামে তার বাড়ীর সামনা দিয়ে জমিতে যাওয়ার পথে সে এ দূর্ঘটনার শিকার হয় । স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন । পরে বরিশাল নেয়ার পথে  রজপাড়া নামক এলাকা অতিক্রমের সময় তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। 

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । মামলা প্রক্রিয়াধীন রয়েছে। - গোফরান পলাশ