News update
  • Independence Day to be observed Sunday     |     
  • Gandhi says disqualification 'politically motivated'     |     
  • At least 23 killed in Mississippi tornado, storms     |     
  • ADB approves $23 crore loan for Bangladesh     |     
  • Nordic countries plan joint air defence to counter Russian threat     |     

কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকের মৃত্যু

দূর্ঘটনা 2023-03-18, 9:28pm

kalapara-power-plant-worker-killed-in-road-accident-on-saturday-733773bbc3a2a91768fdcaa066e4de4b1679153289.jpg

Kalapara power plant worker killed in Road Accident on Saturday



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় ফজলুল হক (৩৩) নামের এক তাপ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল

সাড়ে ৬ টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া এলাকার সিক্সলেন সড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত ফজলুল হক সিরাজগঞ্জ সদরের রতন কান্দির ভেন্নাবাড়ীর

মৃত্যু জামাত আলী মন্ডলের ছেলে। সে ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের বাগানের মালি হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে নিজ মোটরসাইকেল যোগে বাজারে যাচ্ছিলেন ফজলুল হক। এসময় মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে সড়কের ষ্টীল

আইলেনের সাথে ধাক্কা লেগে মাথায় গুরুতর জখম হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে

মৃত ঘোষনা করেন।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে। - গোফরান পলাশ