News update
  • Musk Launches 'America Party' in Fresh Split with Trump     |     
  • Israel to send negotiators to Gaza talks     |     
  • Bangladesh bounce back to level series as Tanvir bags five     |     
  • UN Chief Condemns Russian Attacks, Warns of Nuclear Risks     |     
  • Dhaka Urges Clear Outcome from Upcoming Rohingya Talks     |     

বৈশ্বিক জ্বালানি নিয়ে জি-সেভেনের মন্ত্রীদের ইশতেহার প্রকাশ

গ্রীণওয়াচ ডেস্ক বিদ্যুৎ 2022-05-29, 7:54am

20220528_01_1119618_l-0201c69427dbdd179acde4d2ad191b571653789275.jpg




শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেনের মন্ত্রীরা, রাশিয়ার জ্বালানি থেকে সরে আসার জন্য তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বৃদ্ধির গুরুত্বের বিষয় জোর দিয়ে উল্লেখ করেছেন।

শুক্রবার বার্লিনে বৈঠক শেষে প্রকাশিত ইশতেহারে, তারা ইউক্রেনে রুশ আগ্রাসনের ফলে জ্বালানি ব্যয় বৃদ্ধি পাওয়া’সহ বৈশ্বিক সরবরাহের ক্ষেত্রে মারাত্মক ঝুঁকি সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন।

রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের উপর থেকে নির্ভরশীলতা হ্রাস করার প্রয়োজনীয়তাকে তারা একটি জরুরি বিষয় হিসেবে বর্ণনা করেন।

মন্ত্রীরা, ইউরোপের বাজারে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি একটি বৃহত্তর ভূমিকা রাখতে পারে বলেও একমত হন।

তাদের ভাষ্যমতে, আগামী ২০৩৫ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনকে উল্লেখযোগ্যভাবে কার্বনমুক্ত করার ব্যাপারে তারা অঙ্গীকারাবদ্ধ থাকবেন। উক্ত লক্ষ্যার্জনের জন্য, তারা কয়লা-চালিত বিদ্যুত কেন্দ্রগুলোতে কার্বন নিঃসরণ হ্রাসের উপযোগী প্রযুক্তি সংযোজনের প্রচেষ্টাকে অগ্রাধিকার দেবেন। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।