News update
  • Bumper harvest of Jujube in Ramu Upazila     |     
  • Govt urged to offer scholarships to Palestinian students     |     
  • Caretaker Govt Review Hearing on Supreme Court Cause List     |     
  • Bangladesh Single Window to Launch by March: Lutfey Siddiqi     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     

নজিরবিহীন ডামি নির্বাচন আলীগকে দেশ পরিচালনায় বৈধতা দেবেনা - সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকাস্থ কেন্দ্রীয় কমিটির সদস্যদের সভায় সাধারণ সম্পাদক

রাজনীতি 2024-01-08, 8:57pm

a-meeting-of-the-biplabi-workers-party-central-committee-held-at-the-party-office-on-monday-8-january-2024-e90bcaa8ba3dbad596dcdcc36d958e821704725865.jpeg

A meeting of the Biplabi Workers Party central committee held at the party office on Monday 8 January 2024.



ভোট বর্জনের মধ্য দিয়ে মানুষ তাদের অহিংস প্রতিবাদের শক্তির প্রমাণ দিয়েছে।  তামাশার নির্বাচন ফ্যাসিবাদী দুঃশাসনকে নতুন মাত্রা দেবে; দেশে একদলীয় শাসনের  বিপদ বাড়িয়ে তুলবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, গতকাল অনুষ্ঠিত নজিরবিহীন ডামি নির্বাচন আওয়ামী লীগকে দেশ পরিচালনায় রাজনৈতিক ও নৈতিক বৈধতা দেবেনা। এই নির্বাচন দেশকে প্রকারান্তরে প্রবল  কর্তৃত্ববাদী একদলীয় অগণতান্ত্রিক শাসনের দিকেই পরিচালিত করবে; ফ্যাসিবাদী দুঃশাসনকে নতুন মাত্রা দেবে, অবশিষ্ট গণতান্ত্রিক অধিকারকে আরও বিপদগ্রস্ত করবে।

তিনি বলেন গতকালকের নির্বাচনী তামাশা একদিকে দেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী ব্যবস্থাকে কবরে পাঠালো, আর অন্যদিকে দেশের অবশিষ্ট  বহুদলীয় গণতান্ত্রিক কাঠামোকেও গভীর খাদে নিক্ষেপ করেছে। 

তিনি বলেন,  সরকার ও সরকারি দলের একতরফা ভাগবাটোয়ারার ডামি নির্বাচন বর্জন করে সরকারের প্রতি গণঅনাস্থা প্রকাশ করায় দেশবাসীকে অভিনন্দন  জানিয়েছেন।

 তিনি বলেন, বিরোধী দলসমূহের ডাকে ভোট বর্জনের মধ্য দিয়ে মানুষ আরও একবার তাদের অহিংস প্রতিবাদের শক্তির প্রমাণ দিয়েছে। সাজানো ডামি নির্বাচনের প্রতি গণঅনাস্থা দেখিয়ে  একটি শ্বাসরুদ্ধকর ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে দেশের মানুষ তাদের পুঞ্জিভূত ক্ষোভেরও বহিঃপ্রকাশ ঘটিয়েছে।

তিনি বলেন,  নির্বাচনের নামে এই গণতামাশা ভোটারদের প্রতি যে চরম অবমাননার সামিল, আজ ভোটারেরা তার জবাব দিয়েছে। 

তিনি বলেন,  গতকালের  গণঅনাস্থার পর কথিত   দেশে ফ্যাসিবাদী দুঃশাসনকে, সরকারের অবৈধ ও অনৈতিক ক্ষমতা  আরও প্রলম্বিত করার কোন অবকাশ নেই।

তিনি অনতিবিলম্বে ভোটের  ফলাফল বাতিল করে সরকারের পদত্যাগ এবং রাজনৈতিক সংকট উত্তরণে বিশ্বাসযোগ্য কার্যকরি রাজনৈতিক উদ্যোগ গ্রহণের আহবান জানান।

আজ বিকালে ঢাকায় অবস্থানরত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় সংগঠকদের সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। 

সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির  সংহতি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক , মাহমুদ হোসেন, রাশিদা বেগম, এপোলো জামালী, শহীদুল আলম নান্নু, সাইফুল ইসলাম,  স্নিগ্ধা সুলতানা ইভা, শেখ মোহাম্মদ শিমুল,  আইয়ুব আলী,  জামাল সিকদার প্রমুখ। - প্রেস বিজ্ঞপ্তি