News update
  • Dhaka’s air again turns ‘unhealthy’ Thursday morning     |     
  • SC reinstates caretaker govt system in BD Constitution     |     
  • Bangladesh can't progress sans women’s safety online & offline      |     
  • U.S. trade deficit drops 24% in Aug as tariffs reduce imports     |     

আলোচনায় সায়ানের নতুন গান ‘এটাই আমার রাজনীতি’

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-01-12, 2:03pm

img_20250112_140142-6764b28a3a979cbaba0a6517cb66d4051736669023.jpg




সংগীত জগতে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে পরিচিত ফারজানা ওয়াহিদ সায়ান। অন্যায় দেখলে চুপ থাকতে পারেন না তিনি। নিজের গানের সুরে প্রতিবাদে মরিয়া হয়ে ওঠেন এই গায়িকা। গাওয়ার পাশাপাশি গান তৈরিও করেন। বরাবরই তার গানগুলো মুগ্ধ করে শ্রোতা-দর্শকদের।

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যেমন সরব ছিলেন সায়ান, তেমনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনেও প্রতিবাদ জানাতে পিছপা হননি। গানের সুরে প্রতিবাদে মুখর ছিলেন এই গায়িকা। এবার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে সায়ানের নতুন গান ‘এটাই আমার রাজনীতি’।

প্রায় আড়াই বছর আগে ‘এটাই আমার রাজনীতি’শিরোনামের গানটি লিখেছিলেন তিনি। সে সময় ঘরোয়াভাবে গিটারে বাজিয়ে গেয়েছিলেন গানটি। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও আপলোড করেছিলেন।

গত ১০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এটাই আমার রাজনীতি’গানটি প্রকাশ করেছেন সায়ান। গানটির কথা ও সুর করেছেন গায়িকা নিজেই। সংগীতায়োজন করেছেন শুভদীপ মজুমদার এবং গানটির লিরিক্যাল ভিডিও তৈরি করেছেন হাসান মাহমুদ সানি।

মূলত এই গানের কথায় উঠে এসেছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট। এ দেশে যেকোনো ইস্যুতে কথা বললেই প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, আপনি কোন দলের লোক? এমন অবস্থায় সাধারণ জনতার হয়ে কথা বলাটাই যেন নিষিদ্ধ। গানে গানে সে কথাই জানান দিলেন সায়ান। জানিয়ে দিলেন, কোনো দলের হয়ে নন, তিনি একা একাই হাঁটেন। এটাই তার রাজনৈতিক দর্শন।

গত বছরের ২৬ আগস্ট ফুলবাড়ী ট্র্যাজেডি দিবসে ফেসবুকে গানটির স্টুডিও ভার্সনের ভিডিও প্রকাশ করেছিলেন সায়ান।

এ দিকে আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর নেটদুনিয়ায় আলোচনার সৃষ্টি করেছে সায়ানের ‘এটাই আমার রাজনীতি’ গানটি। ২৪ ঘণ্টার আগেই সায়ানের ফেসবুক থেকে আট শতাধিক মানুষ শেয়ার করেছে এটি। পাশাপাশি ইউটিউবেও সাড়া ফেলেছে গানটি।

আরটিভি