News update
  • UN Security Council to Vote on Gaza Stabilisation Force     |     
  • COP30 Enters Final Stretch with Urgent Calls for Action     |     
  • Dhaka’s air turns ‘moderate’ Tuesday morning     |     
  • Russian Navy ship arrives in Ctg for goodwill visit     |     
  • New harvest, no festival: Lalmonirhat's ‘Nabanna’ spirit fades?     |     

বাজেটের আগেই স্বর্ণের বাজারে উত্তাপ

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2023-06-07, 11:36pm

resize-350x230x0x0-image-226606-1686149457-38ee2b0eb362312e78f86db129e178761686159360.jpg




বাজেট প্রস্তাব করা হয়েছে কয়েক দিন আগে। এখনও তা পাস হতে বাকি। এরই মধ্যে নতুন খবর এসেছে স্বর্ণের বাজারে। আর এতেই বেড়ে গেছে দাম।

বুধবার (৭ জুন) স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়েছে। বৃহস্পতিবার থেকে নতুন এ দাম কার্যকর করবে তারা। এর ঠিক ১০ দিন আগে ২৮ মে স্বর্ণের দাম কিছুটা কমানো হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গ্লোড) দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানায়, সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ১ হাজার ৭৪৯ টাকা। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৯৮ হাজার ৪৪৪ টাকায়, যা এতদিন ছিল ৯৬ হাজার ৬৯৫ টাকা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণের দাম বেড়েছে ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা। ফলে এ মানের প্রতি ভরি স্বর্ণ ৯৩ হাজার ৯৬৪ টাকা দরে বিক্রি হবে। এতদিন ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ছিল ৯২ হাজার ৩২১ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৪০০ টাকা বেড়ে ৮০ হাজার ৫৪০ টাকা হয়েছে। এতদিন এ মানের স্বর্ণের ভরি বিক্রি হয়েছে ৭৯ হাজার ১৪০ টাকায়।

সনাতনী স্বর্ণের দাম বেড়েছে ভরিতে ১ হাজার ১৬৬ টাকা। এতদিন সনাতনী স্বর্ণের ভরি ৬৫ হাজার ৯৬০ টাকায় কেনা গেলেও এখন এ মানের এক ভরি স্বর্ণ কিনতে খরচ হবে ৬৭ হাজার ১২৬ টাকা।

স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপা ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপা ১ হাজার ৪০০ টাকা এবং সনাতনী রুপা ১ হাজার ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এর আগে গত ২৮ মে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ৯৬ হাজার ৬৯৫ টাকা, ২১ ক্যারেটের ভরি ৯২ হাজার ৩২১ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৭৯ হাজার ১৪০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৬৫ হাজার ৯৬০ টাকা। এ দাম ২৯ মে থেকে কার্যকর হয়। তথ্য সূত্র আরটিভি নিউজ।