News update
  • Fire breaks out at jacket factory in Chattogram     |     
  • Dhaka, Delhi agree to bring down border killings to zero     |     
  • Natore’s Baraigram OC closed over negligence in bus robbery case     |     
  • Imported fruit prices surge by up to Tk 100 per kg     |     
  • 35% of air pollution in BD originates from external sources: Experts     |     

মুক্তিযুদ্ধের সেই আইকনিক ছবি সরানো নিয়ে যা বললেন ভারতীয় সেনাপ্রধান

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2025-01-14, 10:15pm

fbf3d7377eea13ae1fffda1ea571725cb5182527729da938-7514c476f9c3722abcddf0e6d73e082f1736871313.jpg




নয়াদিল্লির রাইসিনা হিলে নিজ কার্যালয় থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যৌথ বাহিনীর কাছে পাকিস্তানের আত্মসমর্পণের আইকনিক ছবিটি সরিয়ে ফেলার বিষয়ে কথা বলেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) উপেন্দ্র দ্বিবেদী এ বিষয়ে কথা বলেছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঐতিহাসিক ওই ছবির জায়গায় সম্প্রতি 'করম ক্ষেত্র' নামে নতুন একটি চিত্রকর্ম বসানো হয়। এমন পদক্ষেপ সাবেক অনেক সেনাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে, যারা এই সিদ্ধান্তের সমালোচনাও করেন।

প্রতিবেদন মতে, পাকিস্তানের আত্মসমর্পণের আইকনিক ছবিটি সেনাপ্রধানের অফিসের লাউঞ্জের দেয়ালেই থাকত। গেল ডিসেম্বরে সেটি রক্ষণাবেক্ষণের জন্য নামিয়ে নেয়া হলেও পরে আর সেনাপ্রধানের কার্যালয়ে ফিরিয়ে আনা হয়নি। তার পরিবর্তে ছবিটি পাঠানো হয় মানেকশ কনভেনশন সেন্টারে। আর তার জায়গায় সেনাপ্রধানের কার্যালয়ের লাউঞ্জে একটি নতুন শিল্পকর্ম বসানো হয়।

তবে এই পদক্ষেপের সমর্থনে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, আপনি যদি ভারতের সোনালি ইতিহাস দেখেন - এর তিনটি অধ্যায় রয়েছে। এতে ব্রিটিশ যুগ, মুঘল যুগ এবং তার আগের যুগ রয়েছে। আমরা যদি এটিকে এবং সেনাবাহিনীর লক্ষ্য সংযুক্ত করতে চাই, প্রতীকগুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

প্রজন্মগত পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘নতুন পেইন্টিংটি ২৮ মাদ্রাজ রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল টমাস জ্যাকব তৈরি করেছেন, যিনি বাহিনীর তরুণ প্রজন্মের অন্তর্গত।’ 

ভারতীয় সেনাবাহিনীর মতে, ‘করম ক্ষেত্র’ নামে নতুন চিত্রকর্মের অর্থ ‘ফিল্ড অব ডিডস’ বা ‘কর্মের ক্ষেত্র’। এটি সেনাবাহিনীকে এমনভাবে চিত্রিত করে, যা জাতির মূল্যবোধ রক্ষা এবং প্রযুক্তিগতভাবে উন্নত সমন্বিত শক্তিতে তার বিবর্তনের প্রতিফলন।

উত্তর ফ্রন্ট থেকে আসা চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে সৈন্যদের পুনঃভারসাম্যের কথা উল্লেখ করে ভারতীয় সেনাপ্রধান বলেন, ‘বর্তমান বাস্তবতা বিবেচনা করেই নতুন চিত্রকর্মটি তৈরি করা হয়েছিল।’

জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আরও বলেন, আমাকে যদি অতীত, বর্তমান এবং ভবিষ্যতকে সংযুক্ত করতে হয়, নতুন চিত্রকর্মটি তারই প্রতীক। সূত্র: এনডিটিভি