News update
  • 500 solar desalination plants for safe drinking water in coastal areas     |     
  • Four cops injured in attack during Durga Puja in Bagerhat     |     
  • 41 out of 64 districts saw killings during July Uprising: IO     |     
  • Rooppur Nuke Plant to start trial operations in Dec: Salehuddin     |     

সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন লিটন

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-09-30, 5:58pm

littn-d6ed63bf7c96dcf9baeb9ce89eca87f01759233520.jpg




খেলার দারুণ সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের সামনে। ভারত কিংবা পাকিস্তান যেকোনো একটি দলকে হারাতে পারলেই ফাইনালের মঞ্চে পৌঁছে যেত বাংলাদেশ। কিন্তু দুই ম্যাচেই ব্যর্থ হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বিশেষ করে, পাকিস্তানের বিপক্ষে সহজ লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়েছে দলটি। এতে চরম হতাশ হয়েছে সমর্থকরা।

এই দুই ম্যাচেই ছিলেন না দলের নিয়মিত অধিনায়ক লিটন দাস। ভারত ম্যাচের আগে চোটের কারণে দল থেকে ছিটকে যান তিনি। ভারত-পাকিস্তান ম্যাচে লিটনের অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে বাংলাদেশ। অধিনায়কত্ব তো বটেই তার অনুপস্থিতিতে ব্যাটিংয়েও দায়িত্ব নিতে পারেনি বাকিরা। ফলাফল হিসেবে টুর্নামেন্ট থেকে বিদায়।

দর্শকদের হতাশ করার দায় নিয়েছেন লিটন। ক্ষমা চেয়েছেন টাইগার সমর্থকদের কাছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ক্ষমা চেয়ে সমর্থনের জন্য দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে লিটন দাস লেখেন, ‘এশিয়া কাপ ২০২৫ এ আমরা একটি দল হিসেবে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ফাইনালে উঠে শিরোপা জেতা। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেটি করতে পারিনি। বাংলাদেশের সব সমর্থকদের প্রতি আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’

সেই চোট এখনও বয়ে বেড়াতে হচ্ছে লিটনকে। খেলতে পারছেন না আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজেও। এ নিয়ে তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে চোটের কারণে শেষ দুই ম্যাচে খেলতে না পারা ছিল আমার জন্য অত্যন্ত কষ্টের। একই কারণে আমি আসন্ন আফগানিস্তান সিরিজেও খেলতে পারছি না। চোট থেকে ফিরে আসার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু পারিনি। এটা আমাকে দীর্ঘদিন কষ্ট দেবে।’

আগের সব টুর্নামেন্টের মতো এশিয়া কাপেও গ্যালারিতে লাল-সবুজের পতাকা উড়িয়েছেন সমর্থকরা। দলকে সমর্থন জুগিয়ে গেছেন পুরো টুর্নামেন্টজুড়ে। অধিনায়ক লিটনও ভুলে যাননি সমর্থকদের, ধন্যবাদ জানিয়েছেন তাদের।

লিটন বলেন, ‘সবশেষে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। টুর্নামেন্টজুড়ে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। একজন খেলোয়াড় হিসেবে এমন দারুণ সমর্থকদের পাশে পাওয়া সত্যিই আমাদের জন্য সৌভাগ্যের। আশা করি, খুব শিগগিরই আমরা আপনাদের প্রাপ্যটা ফিরিয়ে দিতে পারব।’