ঝিনাইদহে পৃথক সড়ক দূর্ঘটনায় নারীসহ ২জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। বিকেলে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের তামান্না পার্কের সামনে ট্রাক্টটরের চাপায় ঝাপু খাতুন নামের এক নারী নিহত হয়েছেন। সে শৈলকুপা উপজেলার দেবীনগর গ্রামের মৃত ওসমান মোল্লার স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে রোগী দেখে ভ্যান যোগে বাড়ি ফিরছিলেন ঝাপু খাতুন। পথে ঘটনাস্থলে পৌছালে ভ্যানের চাকার সাথে শাড়ি পেচিয়ে রাস্তায় পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই সে নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে আরো ১ জন।
অপর দিকে ঝিনাইদহ থেকে সিএনজি যাত্রী নিয়ে মাগুরার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সদরের পোড়াহাটি নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা ৮ জন যাত্রী আহত হয়। আহতদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নারায়ন নন্দীকে মৃত ঘোষনা করে। নিহত নারায়ন নন্দী শহরের কাঞ্চননগর এলাকার বাসিন্দা।
লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঝিনাইদহ সদর থানা ওসি শেখ সোহেল রানা জানান, লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে । এখনও থানায় মামলা হয়নি । মামলা হলে ব্যবস্থাগ্রহণ করা হবে ।