জাপানের বিদ্যুৎ উৎপাদন তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে নবায়নযোগ্য উৎসসমুহের দিকে সরে যাচ্ছে। তবে একই সাথে এই পরিবর্তন একটি সম্ভাব্য জ্বালানি ঘাটতির উদ্বেগও বৃদ্ধি করছে।
জ্বালানি কর্মকর্তাদের ভাষ্যমতে, গত পাঁচ বছরে আরও অনেক উৎপাদন কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় বা নিষ্ক্রিয় থাকায় জাপানের তাপ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১.৬ কোটি কিলোওয়াট হ্রাস পেয়েছে।
এটি ৫৪ লক্ষ পরিবারে সরবরাহের জন্য প্রয়োজনীয় বিদ্যুতের সমতুল্য।
উল্লেখ্য, কয়লা, তেল বা প্রাকৃতিক গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদনে লাভের সম্ভাবনা ক্রমশ হ্রাস পাচ্ছে। এছাড়া, গ্রীন হাউজ গ্যাস নিঃসরণকারী তাপবিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগ আকর্ষণ করাও বেশ কঠিন হয়ে পড়েছে।
জ্বালানি নীতি বিশেষজ্ঞ তাকেউচি সুমিকো'র ভাষ্যানুযায়ী, সৌর ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানি উৎসসমূহ পর্যাপ্ত উৎপাদনে ব্যর্থ হলে, উদ্ভূত ঘাটতি পূরণের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা থাকা তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলোকে চালু রাখার জন্য, সরকারের যথাযথ নীতিমালা প্রণয়ন করা উচিত ছিল। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।