News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

জিয়াউর রহমানের বহুদলীয় চিন্তা ও তারেক রহমানের ৩১ দফা: গ্রন্থ মোড়ক উন্মোচন

বিবিধ 2025-02-25, 10:12pm

new-book-multidimentional-thoughts-of-ziaur-rahman-and-31-point-programme-of-tarique-rahman-launched-d7a63e95b0782bf657aeada51d0e2a291740499921.jpeg

New book -Multidimentional thoughts of Ziaur Rahman and 31-point programme of Tarique Rahman launched.



বিশেষ প্রতিবেদক

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২৫: বহুদলীয় গণতন্ত্রের পথিকৃত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি নিয়ে রচিত গবেষণামূলক গ্রন্থ *“জিয়াউর রহমানের বহুদলীয় চিন্তা: তারেক রহমানের ৩১ দফা”*-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৪টায় সোহরাওয়ার্দী উদ্যানে গ্রন্থ উন্মোচন মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) *প্রফেসর ড. মামুন আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মেসবাহুর রহমান, ব্যারিস্টার হারুনুর রশিদ খান, অ্যাক্টিভিস্ট ও যুবনেতা মাহবুব নাহিদ, লেখক উম্মে কুলসুম এবং লেখক মাহফুজা বিনা*।

গ্রন্থটির লেখক ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান, বইটিতে শহীদ জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের অবদান এবং তারেক রহমানের ৩১ দফার বিশদ বিশ্লেষণ তুলে ধরেছেন। বইটি প্রকাশ করেছে কলি প্রকাশনী, এবং প্রকাশক এস এম মাহির উদ্দিন কলি।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, "বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় শহীদ জিয়াউর রহমানের অবদান অপরিসীম। তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি এই ধারা আরও সুসংহত করার একটি দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে।"

বিশেষ অতিথিরা গ্রন্থটির গবেষণাধর্মী দিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে এর প্রাসঙ্গিকতার ওপর আলোকপাত করেন। তারা বলেন, এই বই বর্তমান প্রজন্মকে বহুদলীয় গণতন্ত্র ও বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে।

অনুষ্ঠানের শেষ অংশে বইটির লেখক ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম তার বক্তব্যে বলেন, "আমি আশা করি, গবেষণাধর্মী এই বইটি পাঠকদের জন্য উপকারী হবে এবং গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের মধ্যে গ্রন্থটির কিছু কপি বিতরণ করা হয়।