News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

এবার আটক সোহানা সাবা, নেয়া হলো ডিবি কার্যালয়ে

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-02-07, 8:05am

dbe85e0487388f14f4270c984f7fc62595b8e6b132d3019a-3e1c5be6a268f5716b5feb33fb1afd8a1738893933.jpg




অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা আমাদের নজরদারিতে ছিলেন। তাকে কিছু সময় আগে আমাদের হেফাজতে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে আটক হন মেহের আফরোজ শাওন। রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়। সময়।