News update
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     
  • BNP to go door to door for hearts and votes     |     
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     
  • Rising Heat Cost Bangladesh $1.8 Billion in 2024     |     
  • Stocks extend gains; turnover drops in Dhaka, rises in Ctg     |     

পেয়ারার এত গুণ

গ্রীণওয়াচ ডেস্ক স্বাস্থ্য 2024-12-28, 3:17pm

fd49f4628e3edf6eb0215386a574594229eca0be17e61728-5c8fb98be4a1254a2ecfc51619dc9b551735377453.jpg




পেয়ারা একটি অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যকর ফল। এটি খাওয়ার ফলে অনেক স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়। পেয়ারায় ভিটামিন, মিনারেল এবং ফাইবারের পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্টসও প্রচুর পরিমাণে থাকে।

জেনে নিন পেয়ারার উপকারিতা সম্পর্কে-

১. ইমিউনিটি বাড়ায়: পেয়ারায় প্রচুর ভিটামিন সি থাকে, যা শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

২. হজমশক্তি উন্নত করে: পেয়ারা ফাইবার সমৃদ্ধ, যা হজম প্রক্রিয়াকে সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।

৩. রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ: পেয়ারা গ্লাইসেমিক ইনডেক্সে কম, তাই এটি ডায়াবেটিক রোগীদের জন্য উপকারী।

৪. ওজন কমাতে সাহায্য করে: এটি ক্যালোরিতে কম এবং ফাইবারে বেশি, ফলে ক্ষুধা নিয়ন্ত্রণে রেখে ওজন কমাতে সাহায্য করে।

৫. হৃদরোগ প্রতিরোধ করে: পেয়ারার পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্টস রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটায়।

৬. ত্বক উজ্জ্বল করে: পেয়ারায় থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের তারুণ্য ধরে রাখে এবং ব্রণের সমস্যা কমায়।

৭. চোখের স্বাস্থ্য ভালো রাখে: পেয়ারায় ভিটামিন এ থাকে, যা চোখের স্বাস্থ্যের জন্য উপকারী।

সতর্কতা-

১. অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন: অতিরিক্ত পেয়ারা খেলে পেট ফাঁপা বা হজমজনিত সমস্যা হতে পারে।

২. খোসাসহ খেলে ভালো হয়: পেয়ারার খোসায় বেশি পুষ্টি থাকে, তবে খোসা পরিষ্কার করে নেয়া উচিত।

৩. ডায়াবেটিস রোগীদের জন্য নিয়ন্ত্রণে খাওয়া: যদিও পেয়ারা ডায়াবেটিস রোগীদের জন্য ভালো, তবুও নির্ধারিত পরিমাণে খাওয়া উচিত।

পেয়ারা টাটকা অবস্থায় খাওয়া সবচেয়ে ভালো, এবং সালাদ বা জুস হিসেবেও এটি উপভোগ করা যায়। এটি একটি সহজলভ্য ফল, যা নিয়মিত খাদ্যতালিকায় রাখলে শরীরের জন্য অনেক উপকারী। তথ্য সূত্র সময়।